ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

নওগাঁয় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৪, ১৭ মার্চ ২০২৩

নওগাঁর পত্নীতলা উপজেলায় দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ মো. মাসুদ করিম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। 

শুক্রবার দুপুরে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ভোররাতে উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. মাসুদ করিম উপজেলার মোল্লাপাড়া এলাকার আবুল কালাম আজাদ ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. মোস্তফা জামান জানান, মাসুদ করিম মোল্লাপাড়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে একজন হেরোইনের নিয়মিত ব্যবসায়ী। এছাড়া অবৈধ অস্ত্র ব্যবহার করে অন্যান্য মাদক ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের ওপর তিনি আধিপত্য বিস্তার করতো।

তিনি আরও জানান, র‍্যাবের একটি অপারেশন দল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পত্নীতলার মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি ওয়ান শুটারগান ও ২৯ গ্রাম হেরোইনসহ মো. মাসুদ করিমকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানান তিনি।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি